
সড়ক দুরঘটনা
বলাখালে পিকআপের ধাক্কায় দুই বোন আহত



বলাখাল পশ্চিম বাজারের পথচারী দু’ই বোন বেপরোয়া মালবাহী পিক-আপের ধাক্কায় গুরুতর আহত হয়। একজনের অবস্থা আশংকাজনক।

মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল পশ্চিম বাজারের চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনার কবলে পরে ফাতেমা বেগম ও কুলসুমা বেগম।
প্রত্যোক্ষদর্শী আলামিন জানান, চাঁদপুর থেকে মালবাহী পিক-আপ ভ্যানটি হাজীগঞ্জে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা দেয়া। ঘটনাস্থলে একজন খালে পরে যায় অপরজন পিক-আপ এবং গাছের ফাঁকে আটকে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যায়।
পিক-আপ ভ্যানে থাকা আলু ব্যবসায়ী সোলেমান জানান, পথচারী দু’ইজন সড়কের পাশেই ছিলো। তিনি চালকে সাবধানও করেছিলেন, তারপরও ঘটে গেলো এমন দুর্ঘটনা।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মাসুদ মিয়া ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং পিক-আপ ভ্যানটি জব্দ করেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর
