
শামছুল হককে খুঁজে দিতে পারেন আপনিও

Link Copied!


গত ২৫ এপ্রিল সোমবার বাড়ী থেকে বেরিয়ে পড়েন শামছুল হক। তারপর থেকে আজও খোঁজ মেলেনি। আপনিও খুঁজে দিতে পারেন এই ৬০ বছর বয়সী শামছুল হককে। বাড়ীতে থাকা শামছুল হকের কিছু পুরোনো ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। তার স্ত্রী ও সন্তানদের দৃঢ় বিশ্বাস শামছুল হককে ফিরে পাবেন।

স্বামীকে খুঁজতে স্ত্রী প্রতিদিন স্বামীর ওষুধপত্র নিয়ে বেরিয়ে পড়েন। যদি কোথাও সন্ধান পান, তাহলে প্রথমে ওষুধ খাওয়াবেন। শামছুল হক (৬০) এর বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কেশরাঙ্গা গ্রামে। দেশের যেকোন প্রান্তে এই শামছুল হকের সন্ধান পান, তাহলে অবশ্যই পরিবারের সাথে যোগাযোগ করবেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। আসুন, শামছুল হককে না পাওয়া পযন্ত অন্তত একটি শেয়ার দিয়ে পরিবারটির আপনজনকে খুঁজে দিতে সহযোগীতা করি।
কল : ০১৩০৬- ৭৬১৭৩১, ০১৬৮৫-৬৯৮২৩৫।
