
রাসূল (সা.) ও তার সহধর্মিণীকে নিয়ে কুটুক্তির প্রতিবাদে
নবীজীকে কটুক্তি করায় উয়ারুক বাজারে বিক্ষোভ মিছিল



মহানবী (সা.) ও তার সহধর্মিনী আয়েশা সিদ্দিকা (রা.)’র শানে কটুক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শাহরাস্তি টামটা উত্তর-দক্ষিণ ইউনিয়নে পক্ষ থেকে ভারতীয় সকল পণ্য বয়কট করার আহবান।

মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উয়ারুক বাজার প্রদক্ষিণ করে রাড়া মাদ্রাসা এসে মানববন্ধন করেন। মিছিলে শ্লোগানে শ্লোগানে হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সহ-ধর্মীনি হযরত আয়েশা সিদ্দিকা (রা.) শানে কটুক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা জানানো হয়।।
বিক্ষোভ মিছিল পরিচালনা করেন মাওলানা ইসাক মাহমুদ ওইসময় বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান মাওলানা কাজী ওমর ফারুক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিক্ষোভ মিছিল এর সভাপতি হযরত মাওলানা ওবায়দুর রহমান, মুহতামিম রারা মাদ্রাসা আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হাসান। হাফেজ মাওলানা ফিরোজ। মাওলানা রবিউল। মোঃ সাদ্দাম হোসেন প্রধানিয়া প্রমুখ। বিক্ষোভ মিছিল থেকে ভারতীয় সকল পণ্য বয়কটের আহবান জানানো হয়।
গত সপ্তাহে ভারতের একটি টেলিভিশনে বিতর্কে অংশ নিয়ে রাসূল (সা.) ও তার সহধর্মিণী আয়েশা সিদ্দিকা(রা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্য দেন বিজেপির মুখপাএ নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল। পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর
