
কোরআনে হাফেজ হতে ছবক নিলেন ১২ ছাত্র



হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যর্বপুর (উ:) ইউনিয়নের আহাম্মদপুর আল আমিন হাফেজীয়া মাদ্রাসায় ১২ জন ছাত্র কোরআন মুখস্ত করতে ছবক গ্রহন করেন। শুক্রবার বিকালে মাদ্রাসায় আলোচনা ও মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মুকবুল আহমেদের পরিচালনায় ছবক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হারছ সর্দার।
অনুষ্ঠানে অতিথি ছিলেন কাঁকৈরতলা কলেজের শিক্ষক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মোজাম্মেল হক কাজল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, সমাজ সেবক হাজী মিজানুর রহমান, শিক্ষক হাফেজ শাহাদাত হোসেন, মনির হোসেন, সাখাওয়াত হোসেন, বিল্লাল মোল্যা, মোবারক হোসেন মেলেটারিসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ছবক প্রদান করেন হাফেজ মো: মাজহারুল ইসলাম। মাদ্রাসায় প্রায় অর্ধশত হাফেজ হেফজ বিভাগে কোরআন মুখস্ত করনের ছাত্র ভর্তি রয়েছে।

