
কচুয়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই



কচুয়ায় ১০ কেজি গাঁজাসহ মোঃ সোহেল প্রকাশ শুক্কুর আলী ও মোঃ শুভকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।

কচুয়া সার্কেল ও ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এস.আই(নিঃ)/মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কচুয়া থানাধীন খাজুরিয়া নামক স্থানে কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে রাস্তার উপর চেকপোষ্টে ডিউটি করাকালীন সময়ে সিএনজি তল্লাশি করে আসামী মোঃ সোহেল প্রকাশ শুক্কুর আলী (২৯), পিতা-মোঃ ইউনুছ মিয়া, সাং-দশপাড়া (ভাংগার পাড়), থানা-মতলব দক্ষিণ মোঃ শুভ (২৫), পিতা-মোঃ ইব্রাহিম মিয়া, সাং-রায়েরবাগ,থানা-কদমতলী, এদের কাছ থেকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে কচুয়া থানার পুলিশ।
কচুয়া থানার ওসি মোহম্মদ মহিউদ্দিন জানান, এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
