
ইয়াবাসহ কুমিল্লার সুমন গ্রেফতার



র্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ৯ হাজার ৫৫০ পিস অক্ষত এবং ৩০গ্রাম ভাঙ্গা ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের একটি আভিযানিক দল ১৫ জুন
গভীর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯ হাজার ৫৫০ পিস অক্ষত এবং ৩০ গ্রাম ভাঙ্গা ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার রাজাপাড়া গ্রামের আব্দুছ সালামের ছেলে মোঃ সুমন(৩০)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
